আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুতে আগুন লাগায়!

সংবাদচর্চা রিপোর্ট

সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় প্রায় ৯টি বাড়িতে ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা গটেছে। গত ২৮ ফেব্রয়ারি মধ্যরাতে বিভিন্ন বাড়িতে ভাংচুর ও ঘরের জানালা দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বিত্বরা।  অভিযোগ রয়েছে, আইলপাড়া এলাকায় কিশোর গ্যাং’র অপকর্মের শেষ নেই। সাধারন মানুসকে মারধর, বাড়িঘড় ভাংচুর, বোমা বিস্ফরন, দোকান ও বাড়িতে আগুণ যেনো তাদের নিত্যদিনের কর্মকান্ড। এসব বিশোর গ্যাং’র সদস্যরা রাতের বেলায় রাস্তায় ও ওলিগোলিতে অবস্থান নিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।

আগুনের ব্যাপারে খোরশেদ ভান্ডারির বড় ছেলে হিমেল জানান, ঘুমের মধ্যে হঠাৎ শুনতে পাই আগুন, আগুন। কি করবো বুঝতে পারছিলাম না। পরে নিচে নেমে দেখি আমাদের নিচ তলার ফ্ল্যাটে বারান্দায় আগুন জ্বলছে। সবাই মিলে পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হই।

মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন জানান, তার বাড়িতে প্রবেশ ও বের হওয়ার একটি রাস্তা রয়েছে। আগুন দেয়ার পর পরই তা নিভিয়ে ফেলায় আগুন ছড়াতে পারেনি। এতে আমরাও আগুন থেকে রক্ষা পেয়েছি। তবে কে বা কারা আগুন দিয়েছে আমরা তা বলতে পারছি না। তিনি আরো জানান, আমাদের বাড়ি ছাড়াও আরো ৭টি বাড়িতে আগুন দিয়েছিল।

প্রতিবেশী ফোরকান আহমেদ জানান, আমাদের বাড়িতেও আগুন দেয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনায় কোন ক্ষতি হয়নি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা বলতে পারছি না।

সম্প্রতি নতুন আইলপাড়া এলাকায় রাতের বেলায় অগ্নিকান্ড সহ বিভিন্ন ঘটনা ঘটছে। এসব ঘটনা রুখতে নতুন আইলপাড়া এলাকার সমাজ কল্যানের পক্ষ থেকে বিভিন্ন উদ্যেগ নেয়া হয়েছে। সমাজ কল্যনের সভাপতি মাহতাব হোসেন জানান, আমারা এলাকার সবাইকে বলে দিয়েছি রাত ১১ টার পর অপরিচিত কোনো লোক রাস্তায় অথবা কোনো গলিতে দেখলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমারা সবাই মিলে এসব বিষয়ে নজর রাখলে অপর্কম করে কেউই পার পাবে না।

এ বিষয়ে অপারেশন ওসি বলেন, আমাদের কাছে এখনো কেউ লিখিতো অভিযোগ দেয়নি। আমার অভিয়োগ পাওয়ার সাথে সাথে বিষটা তদন্ত করে দেখবো। তবে তদন্তের আগে পরিস্কার করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িসহ আটটি বাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় পাঠানটুলীর নতুন আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের ঘটনায় একটি মোটরসাইকেল পুড়ে যায়। তবে আগুনে বড় ধরণের কোন ক্ষতি কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে পাঠানটুলির নতুন আইলপাড়া এলাকার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের বাড়িতে প্রথমে আগুন দেয়া হয়। পরে তার বাড়ি ছাড়াও পার্শ্ববর্তী খোরশেদ ভান্ডারি, মনির হোসেন, শাহ নেওয়াজ, রবিউল, ফোরকান আহমেদ, মানিক, সামছুল হকের বাড়িতেও আগুন দেয়া হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে আগুনে নাজিম উদ্দিনের মেয়ের জামাতার একটি মোটর সাইকেল পুড়ে যায়।