আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিক্টোরিয়া হাসপাতালে ভ্যাকসিন সংকট বাড়ছে জলাতঙ্ক রোগী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  নারায়ণগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভ্যাকসিন সরবরাহ নেই গত ১৫ দিন ধরে। কিন্তু প্রতিদিনই জলাতঙ্ক রোগীর সংখ্যা বাড়ছে। দৈনিক ২০ থেকে ২৫ জন কুকুরের কামড়ের শিকার হয়ে (জলাতঙ্ক রোগী) এই হাসাপাতালে চিকিৎসা নিতে আসছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, আজকের (মঙ্গলবার) মধ্যে আশা করছি ভ্যাকসিন হাসপাতালে পৌঁছাবে।
গত তিনদিনে নারায়ণগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের তথ্য মতে নতুন করে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের সংখ্যা অস্বাভাবিক হারে বাড়লেও তেমনি অস্বাভাবিক হারে কমেছে হাসপাতাল থেকে ভ্যাকসিন পাওয়ার সংখ্যা। হাসপাতালের তথ্য মতে, গত মাসের (নভেম্বর) ২২ তারিখ থেকে চলতি ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত হাসপাতাল থেকে বিনামূল্যে ভ্যাকসিন সরবারাহ করা হয়েছে। এরপর থেকে ভ্যাকসিনের সরবরাহ নেই।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন ভ্যাকসিনের প্রযোজন হয় ৭০ থেকে ৮০ জন রোগীর। অথচ সরকারিভাবে বরাদ্ধ দেয়া হয় কোন মাসে ১০০, কোন মাসে ২৩০টি ভ্যাকসিন। যার ফলে সবাইকে ভ্যাকসিন দেয়া সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার হাসপাতালের জরুরী বিভাগ সংলগ্ন টিকা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই ৩৫ থেকে ৪০ জনের দীর্ঘ লাইন। সবাই কুকুরের কামড়ে আক্রান্ত। রাব্বি নামের ১০ বছরের শিশুকে নিয়ে তার বাবা এসেছেন টিকার জন্য। তিনি হতাশার সুরে জানালেন, প্রতিদিন কুকুরে কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ কর্তৃপক্ষের কোন তৎপরতা নেই। এছাড়া সরকারিভাবে বিনামূল্যে আক্রান্তদের ভ্যাকসিন দেয়ার কথা থাকলেও তারা বলছে ভ্যাকসিন নেই।
এবিষয়ে নারায়ণগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তাহমিনা আক্তার জানান, গত ১৬ তারিখে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৬৪ জন, ১৭ তারিখে ৭২ জন, ১৮ তারিখে ৫০ জন ও আজ ১৯ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত ৫৪ জন ভ্যাকসিন নিয়েছেন। হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ না থাকায় বাইরে থেকে কিনে এনে রোগীরা ভ্যাকসিন নিচ্ছে।
নারায়ণগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক (ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার) ডা: নাজমুল হাসান জানান, আজ (মঙ্গলবার) আনুমানিক ২০ থেকে ২২ জনের মত কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর চিকিৎসা দিয়েছি।
এবিষয়ে নারায়ণগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বলেন, আজকে ভ্যাকসিন আনতে ঢাকায় পাঠিয়েছি। আশা করছি কাল (বুধবার) থেকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে আক্রান্তদের।