আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিক্টোরিয়া হাসপাতালের নার্সদের সুরক্ষা সামগ্রী নেই

সংবাদচর্চা রিপোর্ট
শহরের ১শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের নার্সদের করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য নেই কোনো ব্যবস্থা। এই হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েও তেমন কোনো লাভ হয়নি। এমনকি নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মো. ইমতিয়াজকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে অভিযোগ খোদ হাসপাতালের নার্সদের। তাদের অভিযোগ, দুই একজন ছাড়া কারও আইডি কার্ড নেই। এই পরিস্থিতিতে রাস্তায় আইডি কার্ড ছাড়া চলাচল করতে তাদের অনেক বেগ পেতে হচ্ছে। বিভিন্ন স্থানে পুলিশের কাছে হেনস্থার স্বীকার হতে হচ্ছে তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, করোনার এই পরিস্থিতিতে আমরা সব সময় হাসপাতালে অবস্থান করি। আমাদের হাত দিয়ে রোগীদের ধরতে হয়। তবে আমাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। জীবনের ঝুকি নিয়েই কাজ করছি আমরা।