আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও’ অপসারণের দাবিতে মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট:
দৈনিক সংবাদচর্চা পত্রিকায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের দুর্নীতি ও অপকর্মের সংবাদ প্রকাশ করায় সংবাদচর্চা পত্রিকা ও সংবাদকর্মীকে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বন্দর মডেল প্রেসক্লাব।

রবিবার (১২ মে) বিকালে বন্দর সোনাকান্দা এলাকার মডেল প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহীন, সহ সভাপতি জিকে রাসেল, আ. মান্নান খান বাদল, আনোয়ার পারভেজ সুজন, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াবুর রহমান, অর্থ সম্পাদক মো. শামীম ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মো. রাশেদুল হাসান অভি, কার্যকরী সদস্য এজাজ আহমেদ, শ্যামল চন্দ্র দাস, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেদ আল আমিন, দৈনিক সংবাদচর্চা’র নিজস্ব প্রতিবেদক মো. মমিনুল ইসলাম, মো. বিল্লাল আহমেদ, সৈয়দ মোহাম্মদ রিফাত ও শিপন মীর প্রমূখ।

মানববন্ধনে খালেদ আল আমিন বলেন, আজকে দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে আমরা সংবাদকর্মীরা সমাজে ঘটে যাওয়া অপকর্ম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে কাজ করি। এগুলো করতে গিয়ে আমরা বাধা বিপত্তির মধ্যে পরি। তেমনই একটি ঘটনা ঘটেছে। সেটা হলো নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের কুকর্ম ও অপরাধ তুলে ধরার কারণে সংবাদচর্চা পত্রিকার সাংবাদিকদের তারা ওই হাসপাতালে ঢুকতে নিষেধাজ্ঞা দিয়েছিলো। তবে সত্যর কখনো মৃত্যু হয়না, সত্যর জয় অবধারিত। তাদের নোটিশ সাটানোর ১২ ঘন্টার মধ্যে তারা আবার সেই নোটিশ তুলে নিয়েছে। নোটিশ তুলতে তারা বাধ্য হয়েছে কারণ তারা আসলেই অপরাধী আর এটা প্রমাণিত হয়েছে।

আরিফুল ইসলাম বলেন, সংবাদচর্চা নারায়ণগঞ্জের মধ্যে একটি উদিয়মান পত্রিকা। এই পত্রিকা সমাজে ঘটে যাওয়া অপকর্ম ও দুর্নীতির বিষয়গুলো তাদের লিখনীর মাধ্যেমে তুলে ধরে। সেই পরিপ্রেক্ষিতে গত ৭ মে নার্সদের চুরির একটি সংবাদ পত্রিকাতে প্রকাশ করা হয়। ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল সরকারি হাসপাতাল। এটা কারও ব্যক্তিগত কিংবা বাপ-দাদার সম্পত্তি নয়। ওই হাসপাতালের আরএমও আসাদুজ্জামান কিভাবে পত্রিকার সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে সেটা আমার বোধকাম্য নয়। আমি বলতে চাই, এরকম দুঃসাহস করবেন না। নারায়ণগঞ্জের মাটিতে আপনারা ডাক্তার হয়েছেন সাংবাদিকদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। সাংবাদিকরা শুধু কলম নয় হাতে লাঠি নিয়েও অপবাদের প্রতিবাদ করতে পারে।

আসাদুজ্জামানকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, শুধু ঔষধ চুরির ঘটনা নয় লাশ নিয়েও তারা বাণিজ্য করে। ওই লোক বিভিন্ন সময় হত্যাকে আতœহত্যা বলে চালিয়ে দেয়। এরকম প্রমাণ আমাদের কাছে আছে। আরেকটি বিষয় সেটা হলো নারায়ণগঞ্জের মতো জায়গায় অন্যান্য আরএমওরা সর্ব্বোচ্চ দুই থেকে তিন বছর কাজ করেন। সেখানে বর্তমান আরএমও কিভাবে ৭-৮ বছর থাকে। তা আমি জানতে চাই সিভিল সার্জনের কাছে। সিভিল সার্জন ও মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই নারায়ণগঞ্জ থেকে বর্তমান আরএমওকে বহিষ্কার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালকে একটি দুর্নীতি মুক্ত হাসপাতাল হিসেবে উপহার দিবেন।

এস এম শাহীন বলেন, হাসপাতাল কৃর্তপক্ষ যে কাজটি করেছে প্রথমেই আমি ধিক্কার জানাই। সেই সাথে আরএমও আসাদুজ্জামানকে অপসারণের দাবি জানাচ্ছি। তার মতো দুর্নীতিবাজ, চোর একটি সরকারি হাসপাতালে থাকতে পারে না। আমি তার অপসারণের দাবি জানাচ্ছি সেই সাথে ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সাংবাদিকরা কারও দুসমন নই এবং কারও বন্ধুও নই। আমরা জণগনের পক্ষে দেশের স্বার্থে কাজ করি। এটাই আমাদের কাজ। আমরা সমাজে ঘটে যাওয়া অন্যায় অবিচার লিখনীর মাধ্যেমে মানুষের সামনে তুলে ধরবো এতে করে যাদের বিরুদ্ধে লিখবো তারা আমাদের নিন্দা করবে, উস্কে দিবে। তারপরেও আমাদের কাজ চালিয়ে যেতে হবে আমরা পিছপা হবোনা। আমাদের নিয়ে ওরা সমালোচনা করবে, খারাপ দৃষ্টিতে তাকাবে কিন্তু আমরা প্রতিবাদ করবো এবং কঠোর ভাবে প্রতিহত করবো। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আছি এবং থাকবো সেই সাথে ভবিষ্যতে কোন অপশক্তি, দুর্নীতিবাজকে আমরা প্রশয় দিবো না।