আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ ভাসছে বন্যায়!

ভাসছে বন্যায়

ভাসছে বন্যায়

 

নিজস্ব প্রতিবেদক:
সকালে ভারী বর্ষনে পানিতে তলিয়ে গেছে নারায়নগঞ্জের রাস্তা। দেখে মনে হচ্ছে যে বন্যাক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ। উকিলপাড়া থেকে চাষাড়া পর্যন্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। রাস্তায় পানির যে ঢেউ বইছে তা দেখে মনে হবে যেন পুরো রাস্তা একটি নদীতে পরিনত হয়েছে।
সোমবার (২১ মে) নারায়নগঞ্জে ভারী বর্ষনের কারনে রাস্তায় পানি জমে গেছে। সকালের বৃষ্টিতে অধিকাংশ রাস্তায় বৃষ্টির পানি জমে গিয়েছে। আর ঘর থেকে যারা কাজের উদ্দেশ্যে বের হয়েছেন, তাদেরও ফিরতে হয়েছে ড্রেন আর বৃষ্টির পানির মাখামাখিতে। আর মৌসুমি বৃষ্টির ফলে পানি জমে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় হাঁটু পানি জমে থাকার ফলে রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সব ধরনের পরিবহনের যাত্রী ও চালকদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। গাড়ির চাকার প্রায় পুরোটাই তলিয়ে যাচ্ছে পানির নিচে। বায়তুল আমান থেকে উত্তর দিকে এগোতেই দেখা যাবে রাস্তার বেহাল দশা। উৎসব, শ্যামলী, হিমাচল বাস কাউন্টারের সামনের রাস্তায় প্রায় পুরোটাই পানিতে ডুবে আছে।
মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া বলেন, একটু বৃষ্টি হলেই কলেজে পানি জমে যায়। ফলে কলেজ ছুটি শেষে বাসায় ফিরতে জমে থাকা ময়লা পানিতে ভিজতে হয়েছে। একটু বৃষ্টি হলেই কলেজের সামনের রাস্তায় হাঁটু পানি জমে যায়। বৃষ্টির পানির সঙ্গে একাকার হয়ে যায় ড্রেনের পানি। ফলে বৃষ্টির সময় বাধ্য হয়েই ড্রেনের পানি গায়ে মাখতে হয়।
চাষাড়ার মোড়ে চাকুরিজীবি মামুন বলেন, সকালে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে রাস্তার পানি কমার আশায় কিছুক্ষণ অপেক্ষা করি। কিন্তু দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১০টার দিকে নামা বৃষ্টিতে রাস্তায় পানি আরোও বেশি জমে গেছে। ফলে ঢাকা যাওয়া সম্ভব হয়নি। এমন দুর্ভোগ প্রায় প্রতিটি মানুষেরই।