নিজস্ব প্রতিবেদক:
বায়ান্ন’র ভাষা আন্দোলন নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটিতে ঢাকাই শোবিজের একঝাঁক তারকাশিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছেন তিশা, সিয়াম, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান ও বলিউডের ইয়াশ পালসহ অনেকে। ভাষার মাস উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। মুক্তি উপলক্ষে ছবিটি ইতোমধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা।
এই প্রচারণার অংশ হিসেবেই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া বইমেলায় যাবেন ‘ফাগুন হাওয়ায়’ টিম। মঙ্গলবার সমকাল অনলাইনকে বিষয়টি জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। বই মেলায় শুরু হওয়ার প্রথম সপ্তাহেই ছবির কলাকুশলী নিয়ে মেলায় যাবেন এ নির্মাতা। মেলায় আগতদের সঙ্গে দেখা করবেন। তাদের সঙ্গে ফাগুন হাওয়ায় নিয়ে কথা বলবেন।
তবে নির্দিষ্ঠ তারিখ এখনও জানাননি তিনি। দু একদিনের মধ্যে কলকাতায় যাবেন তৌকীর আহমেদ। সেখান থেকে ফিরেই বইমেলায় যাবেন। তবে বইমেলা শুরু হওয়ার পর দ্বিতীয় শুক্রবারে সেখানে যাওয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন তিনি। সিয়াম-তিশাসহ ছবিটির অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত থাকবেন বইমেলায়।
এদিকে ভাষার মাসের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থেকে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রটির উদ্বোধন ঘোষণা করার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে আমন্ত্রণ জানালে তিনি এ সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তারা।

