নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সংসদ নির্বাচনের আগে দলীয় সংসদ সদস্যদের নিজেদের মধ্যে কোন্দল থামাতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এই নির্দেশ দেন বলে বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্যরা জানিয়েছেন।
সংসদ সদস্যরা জানান, বৈঠকে শামীম ওসমান জোট সরকারের আমলে নির্বাচনী এলাকায় নিজের টিকতে না পারার কথা বললে শেখ হাসিনা তার উপর উষ্মা প্রকাশ করেন বলে এক সংসদ সদস্য জানান। তিনি বলেন, শামীম ওসমান তার ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছিলেন, ওই সময় তাকে দেশের বাইরে থাকতে হয়েছিল।
“তখন নেত্রী কিছুটা উষ্মা প্রকাশ করে বলেন, পালিয়ে যেতে হবে কেন? ভালো কাজ করলে তো কাউকে পালাতে হয় না।” এই বিষয়টি নিয়ে শামীম ওসমানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।