আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি রাব্বী মিয়া

সংবাদচর্চা রিপোর্ট:
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। সৃষ্টির সেবা করলে আল্লাহ কে পাওয়া যায়। জগতে বহু ধরণের লোক সৃষ্টি করছেন আল্লাহ । তিনি কারো হাত পা চোখ দিয়ে ভালো মানুষ হিসেবে সৃষ্টি করেছেন । আবার কাউকে হাত পা না দিয়ে প্রতিবন্ধী হিসেবে সৃষ্টি করেছেন। প্রতিবন্ধীদের সেবা যতœ করার আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান যুগে সমাজের বৃহত একটি অংশ পঙ্গু , প্রতিবন্ধীদের অবহেলা করছে । সারা দেশে যখন কাজ কর্মে অক্ষম ব্যক্তিরা নির্যাতন হয়রানির শিকার হচ্ছে। ঠিক তখন দুই পা কাটা কাজ কর্মে অক্ষম এক ব্যক্তির উপর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। তিনি ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে জেলা প্রশাসক পদে নিয়োগ পান।

এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডির) উইং-২ বিশ্বব্যাংক শাখার দায়িত্ব পালন করেছেন।নারায়ণগঞ্জে দায়িত্ব নেয়ার পর থেকে রাব্বী মিয়া ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। কারাবন্ধীদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন । যাতে বন্ধী ব্যক্তি তার পরিবারে অর্থ যোগান দিতে পারে। গতকাল (২৭ মে) দুপুরে দুই পা কাটা কাজে অক্ষম এক ব্যক্তি রাব্বী মিয়ার অফিসে যান সাহায্যের জন্য। রাব্বী মিয়া ওই ব্যক্তিকে সাহায্য করেন । রাব্বী মিয়ার ভালোবাসায় সিক্ত পঙ্গু ব্যক্তি।

এক ফেসবুক পোস্টে জেলা প্রশাসক লিখেছেন, দুই হাত ও পা ছাড়া সে আসলো আমার অফিস কক্ষে সহযোগিতার জন্য… অনেক কিছুই শেখার রয়েছে।
ডিসির এমন পোস্টে অনলাইন জগতে সুনামের ঝড় বইছে।

এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে রাব্বী মিয়া যোগদান করে শিক্ষার্থীদের উ’সাহ উদ্দীপনা দেন। তার এমন কাজ কর্মে গর্বিত নারায়ণগঞ্জবাসী।