শিপন মীর
বাংলাদেশ আইডলখ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী নুসরাত বৃষ্টি, ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তায় শীর্ষে আছেন। কাজ করেছেন দেশের জনপ্রিয় শিল্পীদের সাথে,সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে বৃষ্টি ও ইমরানের “কিছু কথা” শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান।
বৃষ্টির ব্যস্ততা ও নতুন কাজ নিয়ে কথা বলেছেন দৈনিক সংবাদচর্চার প্রতিবেদকের সাথে।
নুসরাত বৃষ্টি তিনি জানান, “মিউজিক ভিডিও, স্টেজ’শো নিয়ে বেশি সময় দিতে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকটি সলো গান নিয়ে কাজ করলাম। ভালোবাসা দিবস উপলক্ষে ইমরান ভাইয়ের সাথে “কিছু কথা” নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পাবে দু’একদিনের মধ্যে।
তিনি আরো জানান, সম্প্রতি আমার দুটি কভার মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে,একটি জনপ্রিয় গান “চেনা চেনা লাগে” এবং অন্যটি “এই মেঘলা দিনে” গানগুলো প্রকাশ পেয়েছে।“

