সংবাদচর্চা অনলাইন:
ভার্চুয়াল কোর্ট বন্ধ ও আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন সাধারণ আইনজীবীরা। সোমবার দুপুরে আদালত পাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে তিন মাস ধরে আদালতের কার্যক্রম বন্ধ। সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানা সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। ফলে মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে। এ অবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান তারা।
বক্তারা এ সময়ে আরও বলেন, আমাদের এ আন্দোলন কিছুটা সফলের পথে। নির্দেশনা এসেছে কোন আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন চাইতে পারবে। আমাদের আন্দোলন চালিয়ে যেতে থাকলে অবশ্যই স্বাভাবিক কোর্ট খুব দ্রুত চালু হবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন এডভোকেট আওলাদ হোসেন, এডভোকেট খোরশেদ আলম মোল্লা, এডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, এডভোকেট শরীফুল ইসলাম শিপলু প্রমুখ।