আন্তর্জাতিক ডেস্ক: গত ১৫ আগস্ট প্যাংগং তোসোতে ডোকালাম নামে একটি এলাকা নিয়ে ভারত ও চীনা সেনাবাহিনীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। শোনা যায় ওইদিন সকাল ৬টা ও ৯টা নাগাদ মোট দু’বার চিনা সেনা ফিঙ্গার ফোর এরিয়া পর্যন্ত এগিয়ে এসেছিল। এই অঞ্চলটি তারা নিজেদের বলে দাবি করে। এদিকে ভারতের দাবি, এটি চীনের নয়। এই নিয়ে দুই দেশের বিরোধ নতুন কিছু নয়।
ভারতের সেনাবাহিনী বলছে, চিনা বাহিনী জোর করে ঢোকার চেষ্টা করলে ভারতীয় জওয়ানরা মানবপ্রাচীর তৈরি করে বাধা দেয়। সেই বাধা টপকে ফের ঢোকার চেষ্টা করলে প্রথমে দুই দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয় জোর ধস্তাধস্তি। ভারতীয় জওয়ানদের সঙ্গে এঁটে উঠতে না পেরে পিছু হটে চিনের ফৌজ।
এরপরেই ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতও। বেশ কিছুক্ষণ ধরে পাথর ছোঁড়াছুড়ি হয়। ফলে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই দু’পক্ষ নিয়মমাফিক ব্যানার ড্রিল করে নিজ নিজ জায়গায় ফিরে যায়। চিন এই ঘটনার কথা জানে না বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।