আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের হারের জন্য দায়ী কমলা জার্সি !

অনলাইন রিপোর্ট

গত রোববার (৩০ জুন) ভারতে ৩১ রানে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওযার পর সমালোচনার শিকার হচ্ছে।

এমনকি ফিক্সিংয়ের সন্দেহও করে বসছেন অনেকে। অবশ্য জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মনে করছেন, কমলা জার্সিই বিরাট কোহলিদের জয়ের ধারা ব্যাহত করেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী একমাত্র স্বাগতিকরা ছাড়া বাকি সব দলের দুটি করে জার্সি থাকতে হবে। ম্যাচের দুই দলের একই রঙের জার্সি হলে সেক্ষেত্রে একটি দলকে ভিন্ন রঙের জার্সি পরতে হবে। সেই নিয়ম অনুযায়ী রোববার ভারত নেভি-ব্লু ও কমলা মিশেলে জার্সি পরে খেলতে নামে। কারণ ইংল্যান্ড ও ভারত উভয় দলের প্রধান জার্সির রঙ-ই নীল। কিন্তু মুফতি মনে করেন ভারতের এই জার্সিই তাদের হারের কারণ।

ইংলিশদের বিপক্ষে হারের পর মুফতি হতাশা নিয়ে টুইট করেন। লেখেন, ‘আমাকে কুসংস্কারবাদী বলতে পারেন কিন্তু আমার বলতেই হবে এই জার্সিই বিশ্বকাপ ২০১৯ এর জয়ের ধারা ভেঙেছে।’

ম্যাচের আগেও মুফতি মজা করে লেখেন, ‘এই ম্যাচ ভারত-পাকিস্তানকে এক করেছে। তাও ক্রিকেটের জন্য হলেও কমপক্ষে একই কাতারে এসেছে সবাই।’