ভারতের সঙ্গে যাবতীয় সাংস্কৃতিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। বিনোদন জগতে দুই দেশের যৌথ উদ্যোগগুলিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘ভারতকে না বলুন’ নামে এক জাতীয় স্লোগান চালু করে। সেখানে ভারতের সঙ্গে যাবতীয় সাংস্কৃতিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করার সিধান্ত নেয়।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়কে দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান ঘোষণা করেন, ‘সব ধরনের ভারতীয় কনটেন্ট বন্ধ করে দেওয়া হল। ভারতীয় ডিটিএইচ সরঞ্জাম বিক্রি ও ব্যবহারের উপর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সংবাদমাধ্যমকে তিনি জানান, ভারত সরকার ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান। তথ্য সূত্র: ডন, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে।