আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের সংসদে ‘জাতীয় গোঁফ’ ঘোষণার দাবি

ফের আলোচনায় ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। এবার তিনি আলোচনায় উঠে এলেন দেশটির জাতীয় সংসদে। তার গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণার দাবি উঠেছে ভারতের সংসদে। একই সঙ্গে সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করারও দাবি উঠেছে।

সোমবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে এই দাবি জানান লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। খবর ইন্ডিয়া টুডের।

এদিন সংসদে ভাষণ দেয়ার সময় কংগ্রেসের এই নেতা বলেন, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পুরস্কৃত করার পাশাপাশি তার গোঁফকে জাতীয় গোঁফ ঘোষণা করা উচিত।
তবে এর প্রতিক্রিয়া জানিয়ে জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জানান, তার কংগ্রেস শিবিরের বন্ধুদের অভিনন্দন বর্তমানের মতো গোঁফ দেখার অপেক্ষায় থাকলাম।