আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের পরিবেশ-পরিস্থিতি খাবারদাবার ভালো নয়!

ভারত সফরে একেবারেই বেহাল অবস্থা সফরকারী দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত কোনো সাফল্য তো পায়ইনি, বরং স্বাগতিক ভারতের সামনে একেবারেই নাজেহাল অবস্থা হয়েছে তাদের।

প্রথম দুই টেস্টের দুটিতেই হেরেছে। তৃতীয় টেস্টেও স্বাগতিকদের আধিপত্য। অবশ্য এই খারাপ পারফরম্যান্সের জন্য নিজেদের দায়ী করতে নারাজ প্রোটিয়া ব্যাটসম্যান ডিন এলগার। ভারত সফরে গিয়ে তাঁরা বড় সমস্যায় পড়েছেন দাবি করেন তিনি।

এলগারের দাবি, ভারতের পরিবেশ-পরিস্থিতি ও খাবারদাবার কোনো কিছুই তাদের পছন্দমতো হয়নি।

ডিন এলগার ভারতকে কটাক্ষ করে বলেন, ‘এটা খুবই চ্যালেঞ্জিং সফর। ক্রিকেটার হিসেবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যে খাবার পাওয়া যায়, সেটা খাওয়া খুবই কঠিন কাজ। আসলে ভারতীয়রা সফরকারী দলের সঙ্গে খুবই চাতুর্য দেখায়। ভারত সফরটা সব সময় অনেক কিছু শিখিয়ে দেয়।’

এলগারের এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই ভারতের পরিবেশ-পরিস্থিতির সামলোচনা করছেন বলে দাবি করেন অনেকেই।