admin:
১৪ অক্টো, ২০১৯ ৪:৩৪:০০ অপরাহ্ণ | আন্তর্জাতিক
এ বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন অভিজিৎ ব্যানার্জি, অ্যাস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার। এদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। অ্যাস্থার ডাফলো ফ্রেন্স-আমেরিকান এবং মাইকেল ক্রেমার মার্কিন নাগরিক।