সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজারে টিনের বালতিতে কলাগাছ পড়াকে কেন্দ্র করে বাগবিতন্ডার এক পর্যায়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই ফজলু নামে এক বৃদ্ধ (৬৫) খুন হয়েছেন। তিনি মৃত গণি মিয়ার ছেলে। শুক্রবার ( ২৩ অক্টোবর) বিকালে ৪টার দিকে উপজলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী উত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ছোট ভাইয়ের স্ত্রী সেলিনকে (৩৫) আটক করে পুলিশ। তাকে কোর্টে চালান করে দেয় পুলিশ । শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহামেদ হুমায়ূন কবীর এর আদালত আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন। প্রধান অভিযুক্ত এবাদুল অধরা রয়েছে। তার ছেলে সাকিবকে রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বিকেলে ঝড়ে বাড়িতে কলাগাছ পরে বড় ভাই ফজলুল হকের ব্যবহৃত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এজন্য সে তার ছোট ভাই এবাদুল্লাহকে নতুন বালতি কিনে দিতে বলেন। এর ক্ষোভে ছোট ভাই এবাদুল্লাহ (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম (৫০) ও ছেলে সাকিব (২২) মিলে ফজলুল হককে মারধর করে। ওইসময় ছোট ভাই এবাদুল্লাহ বড় ভাই ফজলুল হকের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুল হক।