আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বড় ধরনের সংঘাতের আশংকা রূপগঞ্জে কীর্তন আয়োজনকে কেন্দ্র করে দু‘পক্ষের মাঝে উত্তেজনা

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মহানামযজ্ঞানুষ্ঠান (কীর্তন) আয়োজনকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। একই স্থানে একই অনুষ্ঠান আলাদাভাবে আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে এই উত্তেজনা দেখা দেয়। অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে মহড়া দেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। উপজেলার টানমুশুরী এলাকার রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন সনাতন পল্লীতে এই উত্তেজনা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও অনুষ্ঠান আয়োজকদের সূত্রে জানা গেছে, বিগত ৯ বছর যাবত টানমুশুরী এলাকার রাধাগোবিন্দ মন্দিরে স্থানীয় পরিতোষ সরকার তার লোকজন নিয়ে ‘ শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা কীর্তন ও শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান উদযাপন করে আসছে।

চলতি বছরের ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় মানিক সরকারের আঙ্গিনায় একই অনুষ্ঠানের আয়োজন করে পরিতোষসহ টানমুশুরী সার্বজনিন মন্দির পুজা কমিটি। কিন্ত চলতি বছর হুবহু অনুষ্ঠান একই সময়ে একইস্থানে আয়োজনের ঘোষনা দেন একই এলাকার বিনয় অধিকারী, স্বপন সরকার সহ আরো কয়েকজন। এ নিয়ে মন্দির পুজা কমিটির লোকজনদের সাথে তাদের দ্বন্ধ শুরু হয়। অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার সকালে বিনয় অধিকারী, স্বপন সরকার ভাড়াটে লোকজন এনে টানমুশুরী সনাতন পল্লী এলাকার লোকজনদের মাঝে আতংক তৈরীর উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মহড়া দেন বলে অভিযোগ করেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হরিহর সরকার।

পরে এলাকাবাসী ঐক্যবন্ধ হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এমন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায়, শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ, শান্তিপূর্নভাবে সনাতন ধর্মালম্বীদের মহানামযজ্ঞানুষ্ঠান পালন করতে টানমুশুরী সার্বজনিন মন্দির পুজা কমিটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রূপগঞ্জ থানার ওসির বরাবর লিখিত আবেদন করেছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের সংঘাতের আশংকা করছেন সাধারণ ভক্তবৃন্দ।
এ ব্যাপারে বিনয় অধিকারীর সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি এনিয়ে কোন কথা বলতে রাজী হয়নি।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত আবেদন পেয়েছি। যেহেতু বিষয়টি ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে তাই অতীব গুরুত্ব সহকারে তা দেখা হচ্ছে।