অনলাইন রিপোর্ট
রাশিয়া বিশ্বকাপের পর সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। সহজ প্রতিপক্ষ পানামার বিপক্ষে জিততে পারেনি তারা। নেইমার-ভিনিসিয়াস ছাড়া ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় তিতের দলকে। চেক প্রজাতন্ত্রের (মঙ্গলবার রাত ১.৪৫) বিপক্ষে তাই আবার জয়ের ধারায় ফিরতে হবে ব্রাজিলকে। চলতি বছরের জুনে ঘরের মাঠে কোপা আমেরিকা পরীক্ষা আছে কোচ তিতের সামনে।
ঘরের মাঠে কোপায় ভালো করতে না পারলে চাকরি হারাতে পারেন রাশিয়া বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়া ব্রাজিল কোচ তিতে। তাই চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দলের বাকি সদস্যদের বাজিয়ে দেখতে পারেন তিতে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সর্বশেষ ম্যাচের একাদশ থেকে নয় পরিবর্তন দেখা যেতে পারে ব্রাজিলের শুরুর একাদশে।
আগের ম্যাচে দলে থাকা কুতিনহো টিকে যেতে পারেন এ ম্যাচেও। তার সঙ্গে নেইমারের ১০ নম্বর জার্সি পরা পাকেতারও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তবে গোল মুখে খেলা রর্বাতো ফিরমিনোর জায়গায় গ্যাব্রিয়েল জেসুস ফিরতে পারেন এ ম্যাচে। নেইমারের জায়গায় খেলা রির্কালিসনের জায়গায় দেখা যেতে পারে আয়াক্সের হয়ে দারুণ মৌসুম কাটানো নারেসকে।
অন্য উইংয়ে দেখা যেতে পারে ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামে খেলা ফিলিপে অ্যান্ডারসনকে। ডিফেন্সিভ মিডফিল্ডে লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো ফ্যাবিনহো ফিরতে পারেন। এছাড়া ব্রাজিল কোচ তিতে এ ম্যাচে রক্ষণভাগ ঢেলে সাজাবেন বলেই এক্সপ্রেসের খবর।
গোলবারের নিচে এ ম্যাচে লিভারপুলের অ্যালিসনের থাকা অনেকটাই নিশ্চিত। তার ওপরে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে পিএসজির থিয়াগো সিলভা এবং মারকুইনোস থাকতে পারেন। লেফট ব্যাক হিসেবে দেখা যেতে পারে জুভেন্টাসের অ্যালেক্স সান্দ্রোকে। রাইট ব্যাক হিসেবে ম্যানসিটির দানিলো ফিরতে পারেন তিতের একাদশে।
ব্রাজিলের সম্ভব্য একাদশ: অ্যালিসন, অ্যালেক্স সান্দ্রো, মারকুইনোস, থিয়গো সিলভা, দানিলো, ফ্যাবিনহো, কুতিনহো, পাকেতা, অ্যান্ডরসন, নারেস, জেসুস।