নিজস্ব প্রতিবেদক:
নগর সমুহের ন্যায়সঙ্গত উন্নয়ন কার্যক্রমের যৌথ ভাবে নারায়ণগঞ্জের স্থানীয় মুল্যায়ন প্রতিবেদন দাখিল করেছে ব্র্যাক ইন্সটিটিউট অদ গর্ভন্যান্স এন্ড ডেফলোপমেন্ট (বিয়াইজিডি)।
সোমবার (১৪ মে) শহরের এম্পায়ার কমিউনিটি সেন্টারে এই প্রতিবেদন প্রকাশ করেন তারা।
এসময় নগরের কার্যক্রম ও উন্নয়নের ব্যাপারে মুল্যায়ন প্রতিবেদন মিডিয়ার সামনে তুলে ধরেন তারা। এছাড়া নগরের উন্নয়নমুলক কাজে ভবিষ্যত এ কিভাবে আরো সুন্দর ও পরিচ্ছন্ন করে নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক, সুর্যের হাসি ক্লিনিকের সার্ভিস প্রমোটর আফরোজা আইভি, নগর স্বাস্থ্য ক্লিনিকের ডাঃ দিল আফরোজ, কাউন্সিলর হোসনে আরা বেগম, শাওন অংকন, জামশেদ আলী ঝন্টু, মনোয়ারা বেগম ও মিনারা বেগম।