যশোরের বেনাপোলে নারী শিশু নির্যাতন বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে ব্র্যাকের অভিভাবক সমাবেশ
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধিঃ নারী ও শিশুর প্রতি নির্যাতন বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে বেসরকারি সংস্থা ব্র্যাক এক বিশেষ অভিভাবক সমাবেশ করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় ব্র্যাক জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি এর আয়োজনে কাগজপুকুর ব্র্যাক স্কুল প্রাঙ্গনে ১২ টি স্কুলের সমন্বয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ব্র্যকের সিনিয়ার এলাকা ব্যবস্থাক (শিক্ষা) জেসমিন আরা খাতুন, যশোর জেলা ম্যানেজার আহসান হাবিব সঞ্জয় ব্যানর্জী এলাকা ব্যবস্থাপক (শিশু নিকেতন) সারোয়ার হোসেন, উপজেলা শিক্ষা ব্যবস্থাপক ( জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি) আফসার হোসেন, বেনাপোল শাখার ম্যানেজার রিয়াজুল ইসলাম, বেনাপোল শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক (শিশু নিকেতন) জ্যো¯œা খাতুন প্রমুখ।
ব্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক জেসমিন খাতুন বলেন এখানে ১২ টি স্কুলের ৩৬০ জন অভিভাবককের উপস্থিতিতে বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোদে অভিভাবকদের সচেতন করে তুলতে সমাবেশের আয়োজ করা হয়েছে। সমাবেশ শেষে ১২ টি স্কুলের খেলা ধুলায় অংশগ্রহনকারি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।