আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা । আগামী ১৬ নভেম্বর সৌদি আরবের রিয়াদে মাঠে গড়াবে কাঙ্ক্ষিত ম্যাচটি।

জানা গেছে, ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো একে-অপরের মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। অপরদিকে এবারের কোপার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। শিরোপাও জেতে সেলেকাওরা। এ দুই ম্যাচের মধ্যবর্তি সময়ে মোট ১১১টি ম্যাচ খেলেছে দুই দল। এর মধ্যে ৪৬টি ম্যাচ জিতেছে ব্রাজিল।

এইসব পরিসংখ্যানে বদল আনতেই মূলত আবারও মাঠে নামতে যাচ্ছে লাতিন আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি।