আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিলের বিশ্বসেরা গোলরক্ষক ঢাকায়

মুজিববর্ষ উপলক্ষ্যে শতাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানকে আরও জাঁকজমক করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বের খ্যাতনামা ফুটবলারদের বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা। তারই অংশ হিসেবে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশে এলেন সাবেক ব্রাজিলিয়ান বিশ্বসেরা গোলরক্ষক জুলিও সিজার।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় ইকে ৫৮৬ ফ্লাইটযোগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের শুরুতেই তিনি ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন।

বেলা দেড়টায় বাফুফে নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনবাংলা ফুটবল দলের সাথে ফটোসেশনে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ৩টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করবেন।
সব শেষে বিকেল ৫ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে উপভোগ করবেন বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশ বনাম বুরুন্ডি দলের ম্যাচটি।

শুক্রবার (২৪ জানুয়ারি) জুলিও সিজার দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।