ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই নেইমার জুনিয়র। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ভার্জিল ফন ডাইক। তবে নেইমার নিজেকে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রমাণ করেও তাদের পাশে নাম লেখাতে ব্যর্থ হন।
জানা গেছে, ২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা ফুটবলার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিবারই এই মর্যাদাপূর্ণ পুরস্কারের প্রাথমিক তালিকায় থাকেন নেইমার। তবে এবার সংক্ষিপ্ত ৩০ জনের তালিকাতে তার জায়গা হলো না।
মূলত ইনজুরির সাথে সাথে ফর্মহীনতার কারণেই এবার এই তালিকায় নেইমারের থাকা হচ্ছে না বলে মনে করা হচ্ছে।
২০১৯ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত ১০টায় ছয় ভাগে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। আগামী ২ ডিসেম্বর প্যারিসে বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।