আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মুরাদ নিখোঁজ

ব্যবসায়ী নিখোঁজ

ব্যবসায়ী নিখোঁজ

 

 

 

 

 

বন্দর প্রতিনিধি:
বন্দরে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মুরাদ হোসেন (৩২) নিখোঁজ হয়েছে। রোববার সকাল ৯টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকা হইতে সোনাকান্দা ডকইয়ার্ডে আসার পথে সে নিখোঁজ হয়। পরিবারে সদস্যরা ব্যবসায়ী মুরাদ হোসেনকে অনেক স্থানে খুজাখোজি করে সন্ধ্যান না পেয়ে এ ব্যাপারে তার স্ত্রী সোমবার দুপুরে বন্দর থানায় জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং- ৯২০ তাং-২৩-৪-১৮ইং। নিখোঁজ ব্যবসায়ী মুরাদ হোসেন বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী আসমা বেগম জানান, তার স্বামী মুরাদ হোসেন রোববার সকাল ৯টায় তার নিজ বাড়ী কুশিয়ারা থেকে সোনাকান্দা ডকইয়ার্ডে উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হয়। পরে তিনি আর বাড়ীতে আসেনি। সে ৩ সন্তানের জনক বলে জানা গেছে।