রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক খান(৪৫) নামে ব্রেডিং স্টোর ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। গত ২২ মে উপজেলার তারাব পৌরসভার রূপসী খন্দকার বাড়ি থেকে ব্যবসায়ীক কাজে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ ফারুক খান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার হাসাইল এলাকায়।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী শাহনাজ বেগম জানান, তারা দীর্ঘদিন ধরে রূপসী খন্দকার বাড়ি এলাকার জহিরুল ইসলাম মোল্লার বাড়িতে বসবাস করে বেডিং স্টোরের ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। ২২ মে সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।