আজ শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোনের পরামর্শে কংগ্রেস নেতাকে বহিষ্কার করলেন রাহুল

অনলাইন রিপোর্ট:

বোন প্রিয়াঙ্কা গান্ধীর পরামর্শে কংগ্রেসের এক নেতাকে বহিষ্কার করলেন রাহুল গান্ধী। বহিষ্কৃত ওই নেতার নাম কুমার আশিস।

এনডিটিভি জানায়, ২০০৫ সালে বিহারে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির মামলায় গ্রেফতার হন কুমার আশিস। আটকরে পর ওই বছরই কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি পুনরায় কংগ্রেসে যোগদান এবং বিহারের নির্বাচনে অংশ নেন।

প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মামলায় সেই নেতার নাম জড়িয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দলটিকে।

কিন্তু এতকিছুর পরও গত মঙ্গলবার পুনরায় নিজ দলে যোগ দেন আশিস। যোগ দিয়েই বিহার কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত হন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না আশিসের। যোগ দেওয়ার একদিনের মাথায় বুধবার দলটির প্রধান রাহুল গান্ধীর নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

কংগ্রেস সূত্রে জানানো হয়, এই খবরটি প্রিয়াঙ্কা গান্ধীর কানে যাওয়া মাত্রই তিনি ওই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন। তার পরিবর্তে অন্যজনকে সে জায়গা দেওয়ার জন্য তার ভাইকে অনুরোধ করেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার বোনের অনুরোধ রক্ষা করে কুমার আশিসের বদলে নিয়ে আসেন শচীন নায়েককে।