আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈশাখী ও আপ্যায়ণ হোটেলকে ২৫হাজার টাকা জরিমানা

সংবাদচর্চা অনলাইনঃ

স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর খাবার তৈরি, পরিবেশন ও লাইসেন্স না থাকায় বৈশাখী  ও আপ্যায়ন হোটেলকে ২৫ হাজার টাকার অর্থদন্ড করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বেলা ১টায় শহরের সলিমুল্লাহ সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বৈশাখী হোটেল ও আপ্যায়ন হোটেলে কর্মচারীরা মাস্ক পরিধান না করে এবং ভিতরে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বাসি খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও বিক্রিত বিভিন্ন খাদ্যে মূল্য তালিকা, উৎপাদনের তারিখ না থাকায় জরিমানা করা হয়। এছাড়াও বিক্রয়ের উদ্দ্যেশে রাখা বাসি পচা খাবার ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ বৈশাখী রেস্তোরাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশ্ববর্তী অপ্যায়ন হোটেলের লাইসেন্স না থাকায় এ রেস্তোরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।