আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেড়েই চলছে না.গঞ্জে করোনায় আক্রান্ত ও মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা নারায়ণগঞ্জে প্রতিদিন বাড়ছে।  শনিবার ২৫ এপ্রিল সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত  হয়েছে।  মারা গেছেন দুইজন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬২৫ জন আর মৃত্যু ঘটেছে ৩৯ জনের।শনিবার  সিভিল সার্জন অফিস  এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে  গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৮৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল গত ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়, যার মধ্যে ৪২ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।

২৩ এপ্রিল সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৩ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। ওই ২৪ ঘণ্টায় জেলায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে  ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।