বেনাপোল সীমান্ত থেকে ৬৪ লাখ টাকাসহ পাচারকারী আটক
মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল রঘুনাথপুর সীমান্ত পথে পাচারের সময় ৬৪ লাখ বাংলাদেশি টাকাসহ আবু মিয়া(৪৩) নামে এক মুদ্র্রা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
বুুুুধবার(১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক পাচারকারী বেনাপোলের ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে।
বিজিবি জানান,তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে বড় একটি মুদ্রার চালান ভারত থেকে সীমান্ত পথে এপারে পাচার হবে।
পরে বিজিবি সীমান্তের রঘুনাথপুর এলাকায় টহল জোরদার করে। রাতে ওই পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬৪ লাখ টাকা পাওয়া যায়।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত টাকা সহ ওই পাচারকারীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।