বেনাপোলে আওয়ামীলীগ নেতার স্মরনে দোয়া ও আলোচনা সভা
মোঃ রাসেল ইসলাম, শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর আওয়ামীলীগ এর আহবায়ক কমিটির সাবেক সদস্য মরহুম হায়দার শরীফের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার বেলা ৪ টার সময় বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার।
এ সময় আলোচনা সভায় অংশ নেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) বেনাপোল শাখার সভাপতি রহমত আলী, আওয়ামীলীগ নেতা মোজাফফার হোসেন, মতিয়ার রহমান মধু, ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।