সংবাদচর্চা রিপোট:
একটু বৃষ্টি হলেই আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মুরাদপুর গ্রামের প্রবেশপথে জমে থাকে হাটুপানি। পানি নিষ্কাশনের জায়গা না থাকায় এই পানি ৭ থেকে ৮ দিন পর্যন্ত জমে থাকে। জমে থাকা পানি পঁচে গিয়ে দূর্গন্ত সৃষ্টি হয়েছে।গ্রামের মানুষ গোপালদী বাজারে যাতায়তে খুব কষ্ট করতে হচ্ছে।গ্রামের পুরুষরা যদিও কষ্ট করে যাতায়ত করতে পারে কিন্তু মহিলাদের পক্ষে রিক্সা ছাড়া কোথাও যাতায়ত করা সম্ভব হয় না। আসছে বর্ষার মৌসুমে স্থায়ী জলাবন্ধতা হওয়ার আশঙ্কা রয়েছে।
মুরাদপুর গ্রামের অনেকের অভিযোগ তাদের গ্রামে দীর্ঘদিন আঃ মান্নান নামে মেম্বার ও পরে কমিশনার থাকলেও তাদের গ্রামে দেখার মতো কোন উন্নয়ন হয়নি,আর বর্তমান মেয়র হালিম শিকদারকে পাশ করানোর জন্যে মুরাদপুর গ্রামবাসী সর্বোচ্চ ভোট দেওয়ার পরেও বর্তমান মেয়র তাদের গ্রামের এই সমস্যাটি সমাধানে কোন পদক্ষেপ গ্রহন করছে না।
এলাকাবাসীর দাবি মুরাদপুর গ্রামের প্রবেশ পথে যদি একটি ড্রেন নির্মান করে দেওয়া হয় তাহলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। গ্রামবাসী সাচ্ছন্দে চলাচল করতে পারবে। তারা মুরাদপুর গ্রামে একটি ড্রেন নির্মান করে একটি গ্রামের মানুষকে সাচ্ছন্দে চলাচল করার সুযোগ করে দেওয়ার জন্যে স্থানীয় সংসদ সদস্য ,মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আর্কষণ করেছে।