আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃদ্ধা মহিলাকে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে বৃদ্ধা মহিলাকে ধর্ষণ মামলার আসামি রবিউল (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ১৮ অক্টোবর দিবাগত রাতে সোনারগাঁয়ের কাচঁপুর কলাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোলাকান্দাইল দক্ষিণ নাগেরবাগ এলাকার মোঃ হানিফ এর ছেলে।

র‌্যাব জানান, গত ১০ অক্টোবর রাতে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের ভাড়া বাসায় জোড় পূর্বক প্রবেশ করে ভিকটিমকে পালাক্রমে নির্মমভাবে ধর্ষণ করে। ভিকটিম নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী রবিউল (৩৫) কৌশলে আত্মগোপন করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।