আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনা নাগরিক ধরে জেলে, বেরিয়ে বৃটিশ নাগরিকের ব্যাগ ছিনতাই

বৃটিশ নাগরিকের ব্যাগ ছিনতাই

চীনা নাগরিক ধরে জেলে, বেরিয়ে বৃটিশ নাগরিকের ব্যাগ ছিনতাই বৃটিশ নাগরিকের ব্যাগ ছিনতাই

ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
চীনের এক নাগরিকের ব্যাগ ছিনতাই করে ছয় মাস আগে গ্রেফতার হয়েছিল চট্টগ্রামের দুর্র্ধষ পেশাদার ছিনতাইকারী সেলিম। এক মাস পর জামিনে বেরিয়ে সেলিম আবারও ছিনতাইয়ের নেমে পড়ে। এবার বৃটিশ এক নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের অপরাধে সেলিমকে গ্রেফতার হতে হয়েছে।

সেলিমের সঙ্গে গ্রেফতার হয়েছে তার সহযোগী আরও দুই ছিনতাইকারী। আজ শনিবার ২৪ ফেব্রুয়ারি সকালে নগরীর টাইগারপাস এলাকার মামা-ভাগিনা মাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ এবং ২ চাপাতি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ বলেন, সেলিম একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। ব্যাগ টানা পার্টি নামে তারা পরিচিত। ৭-৮টি সিএনজি অটোরিকশায় করে তারা ভোরে বের হয়। চলতি পথে রিকশা যাত্রীর কাছ থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। অথবা নির্জন স্থানে পথচারীদের জিম্মি করে মানিব্যাগ-মোবাইল ছিনতাই করে নেয়। গত ২১ ফেব্রুয়ারি সকালে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে এমইএস কলেজ মোড়ে কর্মসূত্রে চট্টগ্রামে বসবাসকারী ইংল্যান্ডের নাগরিক জুলিয়া ডেভিস ছিনতাইয়ের শিকার হন। বাবার সঙ্গে রিকশায় করে যাবার পথে অটোরিকশা থেকে তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ব্যাগের মধ্যে একটি ক্যানন ক্যামেরা ও সানগ্লাস ছিল। জুলিয়া ডেভিস চট্টগ্রামের এশিয়ান উইম্যান্স ইউনিভার্সিটির রাইটিং সেন্টারের পরিচালক। এই ঘটনায় খুলশী থানায় দায়ের হওয়া মামলার তদন্তভার পেয়ে অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে ছিলেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (দক্ষিণ) মো.ইলিয়াছ খানও। ভোরে যেসব অটোরিকশা নগরীর ছিনতাইপ্রবণ স্পটগুলোতে ঘোরাঘুরি করে সেগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে সেলিমসহ তিনজনকে আটকের তথ্য দিয়েছেন মির্জা সায়েম। আটক বাকি দুজন হলেন, অটোরিকশা চালক হেদায়েতউল্লাহ সুজন এবং মনসুর। মির্জা সায়েম বলেন, সুজন অটোরিকশা চালাচ্ছিল। সেলিম ব্যাগ টান দেয়। আগে-পিছে আরও ২টি অটোরিকশা ছিল। সেলিমদের গ্রেফতারের সময়ও ওই অটোরিকশা দুটি ছিল। পরিস্থিতি বুঝতে পেরে আরও ৭জন নিয়ে পালিয়ে গেছে। জুলিয়া ডেভিসের ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।