আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুলবুলের প্রভাব উপেক্ষা করে নারায়ণগঞ্জে জশনে জুলুস

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব উপেক্ষা করে নারায়ণগঞ্জে পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে।  রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় নিতাইগঞ্জ নগর ভবনের সামনে থেকে জশনে জুলুস র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি চাষাড়া ও মেট্রো সিনেমা হল হয়ে এক নম্বর রেল গেইট ও টানবাজার হয়ে নিতাইগঞ্জে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার নবীপ্রেমী ধর্মপ্রাণ মুসল্লিরা জশনে জুলুসে মিলিত হন। বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে তারা জুলুসে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে নগর ভবনের বিপরীত পাশের রাস্তায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী, জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটির জেলার সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।