আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বুবলির ক্যাসিনো চ্যালেঞ্জ

ক্যারিয়ার শুরুর পর থেকে শাকিব খানের বিপরীতে সব সিনেমা করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। শাকিবের বাইরে তাকে কবে দেখা যাবে, এমন প্রশ্নে অভ্যস্ত হয়ে উঠেন বুবলি। তবে ‘ক্যাসিনো’-তে এবার অন্য নায়ক নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।

বুবলি ক্যাসিনো সিনেমার চরিত্র নিয়ে বলেন, ‘ক্যাসিনো’ সিনেমায় আমার চরিত্রটি পজিটিভ নাকি নেগেটিভ তা নিয়ে দর্শকমহলে এখনই বেশ আলোচনা চলছে। তবে এটুকু বলবো আমি এ সিনেমায় বেশ চ্যালেঞ্জ নিয়ে আসছি।

বর্তমানে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার শুটিং করছেন বুবলি। এ সিনেমার কাহিনীটাও ভিন্ন রকম। একজন নামকরা রাজনীতিবিদের অধীনে থাকা একটি মেয়ের চরিত্র খাকছেন বুবলি। বুবলি বলেন, এটিও বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটি কাজী হায়াতের সঙ্গে আমার প্রথম কাজ। উনার পঞ্চাশতম ছবি এটি।

সবশেষ কোরবানি ঈদে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায় বুবলি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে শাহীন সুমনের পরিচালনায় ‘একটু প্রেম দরকার’ নামের সিনেমা। এ ছবিতেও শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।