নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: আজ বুধবার থেকে শুরু হচ্ছে ২৯ তম জাতীয় শ্যুটিং প্রতিযোগীতা ২০১৭। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন তত্ত্বাবধানে গুলশান শ্যুটিং কমপ্লেক্সে প্রতিযোগিতা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-প্রতিযোগীতার জন্য ক্লাবের ২১ জনের দল ঘোষণা করা হয়েছে। ২০টি ইভেন্টে প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যুটাররা সরাসরি অংশগ্রহণ করবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের শ্যুটিং সম্পাদক কাজী ইমরুল কায়েস, শ্যুটিং উপ কমিটির আহ্বায়ক ফারুক বিন ইউসুফ পাপ্পু, কোচ আসবাব আলী ফয়েজ ও টিম ম্যানেজার মোঃ শফিকুজ্জামান। ১৯ সদস্য দলে রয়েছেন- জেসিমুজ্জামান হিমেল, শাহরিয়ার স্বরূপ, রিসালাতুল ইসলাম, রবিউল ইসলাম টমাস, মাহমুদুল হাসান সজিব, মাইনুদ্দিন মোল্লা মন্টু, নূর হাসান আলিফ, কামরুল ইসলাম, মোরশেদ সারোয়ার সোহেল, সাইফুল ইসলাম মাসুম, আমিনুর রশিদ আমিন, সুরাইয়া আক্তার, তৃপ্তি দত্ত, শারমিন শিল্পা, রোকেয়া আক্তার কেয়া, সারমিন আক্তার, সম্পা সাহা, আখিঁ আলম মীম।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো: রাব্বি মিয়া, সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় সাফল্য কামনা করে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।