স্টাফ রিপোর্টারঃ- গত ১৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪.৫০ মিনিটে নিজ বাস ভবনে বার্ধ্যক্য জনিত কারণে বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান। মরহুমের মৃত্যুতে সর্বস্তরের জনগন শিমরাইল মোড় চিটাগাংরোড মুক্তিনগর ২৪০নং মরহুমের নিজ বাড়িতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে উপস্থিত হন। বাদ এশা মুক্তিনগর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা খানকা মসজিদে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অকুতভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীকে সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুলহাস খন্দকার ও সিদ্ধিরগঞ্জ থানার এস.আই রেজাউল করিমের নেতৃত্বে জাতীয় পতাকা আচ্ছাদিত করে ও ফুলের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় সালাম প্রদান করে পুলিশ ও মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিনগর কবরস্থানে মরহুম রুস্তম আলীকে দাফন করা হয়। মরহুমের সুযোগ্য পুত্র ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন লিটন বলেন, আমার পিতা বঙ্গবন্ধুর ডাকে একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি সারাজীবন দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ছিলেন।
আমার পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের দোয়া চাই। মরহুমকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনগন ছুটে আসেন। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া। আরোও উপস্থিত ছিলেন আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, জাসদ নেতা মাসুদ রানা, ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সেলিম খান, যুগ্ম সম্পাদক সিকিম খান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম রফিক সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, ৩নং ওয়ার্ডের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।