আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘বীর মুক্তিযোদ্ধা’খচিত স্মার্টকার্ড গ্রহণ করলেন মন্ত্রী গাজী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা খচিত স্মার্টকাড (এনআইডি) গ্রহণ করেছেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান গোলাম দস্তগীর গাজীর হাতে এই কার্ড তুলে দেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম সহ অনেকে।

উল্লেখ্য সারা দেশের বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা খচিত স্মার্ট জাতীয়পত্র দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বীর মুক্তিযোদ্ধা লেখাটি যুক্ত করা হয়েছে।