নবকুমার:
শাহবাগ জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকালে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনের উপর নানা স্মৃতিচারণ করে বলেন, মতিউর ছিলেন খাটি বাঙালি এবং দেশপ্রেমিক নাগরিক। তিনি যুগ যুগ বাঙালির হৃদয়ে বেচে থাকবেন। তাদের রক্তে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
উল্লেখ্য মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২০ আগস্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে শাহাদাতবরণ করেন মতিউর রহমান ।তিনি পাকিস্তানের করাচির মশরুর বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বাহিনী নিজের করায়ত্তে নিয়ে দেশে আসার সময় সেটি বিধ্বস্ত হয়ে শাহাদাতবরণ করেন।