শিপন মীর
জনপ্রিয় গায়ক ও সংঙ্গীতপরিচালক নাসিফ ইকবাল অনি বিয়ে করেছেন। দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর নিজের প্রেমিকা আদিবা তিতলীকে জীবনসঙ্গী করেছেন।গত ১লা ফেব্রুয়ারী, শুক্রুবার ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আয়োজন সম্পন্ন হয় নাসিফ অনি ও আদিবার।এতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও নাসিফ অনির বন্ধুরা উপস্থিত ছিলেন।
বিয়ে প্রসঙ্গে দৈনিক সংবাদচর্চাকে নাসিফ অনি জানান , “১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে,অনেক ভালো লাগছে নিজের প্রিয় মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে। পারিবারিকভাবে হুট করে শুভ কাজ হয়ে গেছে সবাইকে বলা হয়নি। আগামী মার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য।“
দীর্ঘদিন সংগীত পরিচালনায় থাকার পর পাকাপুক্তভাবে গানে ফিরেছেন নাসিফ অনি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি গান প্রকাশ হবে তার , একটি মিউজিক ভিডিও “ভালো থাকার গল্প” অন্যটি “ভোর কুয়াশা” গানটিতে নাসিফ অনির সাথে গাইবেন পাওয়ার ভয়েজের তানিয়া হাসান অর্পি। দুটি গানেরই সঙ্গীতায়োজনে ছিলেন নাসিফ অনি।

