আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের আসরে বরকে নিয়ে দুই প্রেমিকার টানাটানি !

নিজস্ব প্রতিবেদক:

অনেক আগেই সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু সাবেক প্রেমিকের বিয়ের দিন হাজির হন এক প্রেমিকা। বিয়ের স্টেজে হাটু গেড়ে প্রেমিকের কাছে ক্ষমা চেয়ে আবার তার (প্রেমিকের) জীবনে ফিরতে চান।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সম্প্রতি এমন ঘটনা ঘটেছে চীনে। তবে চীনের ঠিক কোন এলাকায় এমনটি ঘটেছে তা জানা যায়নি।

খবরে বলা হয়েছে, এক তরুণী তার সাবেক প্রেমিকের বিয়ে বাড়িতে কনের সাজে হাজির হন। বিয়ের স্টেজে কনেকে চুমু করবেন ওই প্রেমিক (বর) এমন সময় ওই প্রেমিকা তার প্রেমিকের কাছে গিয়ে হাটু গেড়ে বসেন এবং হাত ধরে মাফ চায়।

এসময় ওই প্রেমিকা বলেন, আমার ভুল হয়ে গেছে। আমাকে মাফ করে দাও। এছাড়া তিনি তার সাবেক প্রেমিকের জীবনে ফিরে যাবার জন্য আকুতি করেন।

এসময় এমন পরিস্থিতি দেখে বিয়ে বাড়ির লোকজন হতভম্ব হয়ে যায়। সেইসঙ্গে কনে রেগে গিয়ে বিয়ের স্টেজ থেকে চলে যান।

এমন ঘটনার ভিডিওটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে অনেক মন্তব্য করেছেন। কেউ বলেছেন, এমন প্রেমিকার জন্য ঘৃণা জানাই। ভুল বুজতে পারলে তার আগেই আসা ছিল। কেউ লিখেছেন, হায় ভালবাসা!