নিজস্ব প্রতিবেদক:
এখনও বিয়ে সম্পন্ন হয়নি, সবেমাত্র বাগদান হয়েছে। আর বাগদানের ৩ মাসের মাথায় সন্তান পৃথিবীতে আসছে বলে জানালেন বলিউড তারকা এমি জ্যাকসন। প্রথমবারের মতো মা হওয়ার এই খবরটি নিজেই জানিয়েছেন ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে। সেখানে প্রকাশ করেছেন ছবিও।
ইনস্টাগ্রামে এমি বলেন, ‘আমি খবরটি সবাইকে চিৎকার করে জানানোর জন্য অপেক্ষা করছিলাম। আর মা দিবসটাকে এমন ঘোষণার জন্য উপযুক্ত মনে হয়েছে। আমরা দুজনই অধির আগ্রহে অপেক্ষা করছি আমাদের নতুন অতিথিকে বরণ করে নেয়ার জন্য।’
৩১ জানুয়ারি মা দিবস পালিত হয়েছে যুক্তরাজ্যে। সেখানের বাসিন্দা হওয়ায় এ খবর সবাইকে জানিয়ে দেন বলি তারকা এমি। দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ১ জানুয়ারি বাগদান সম্পন্ন করেন এমি জ্যাকসন ও তার মাল্টি মিলিয়নিয়ার ব্যবসায়ী প্রেমিক জর্জ পানায়াটু।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর গ্রিস নগরীতে সন্তান কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনার রয়েছে এমি-জর্জ দম্পতির।

