আজ শুক্রবার, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিস্ফোরক মামলায় যুবদল নেতা আতাউর আটক

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ থানার বিষ্ফোরক ও পুলিশি কাজে বাধা দেওয়ার একটি মামলায় যুবদল নেতা আতাউর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) রাতে যুবদলের ওই নেতাকে মোরগাাপাড়া চৌরাস্তা এলাকার নিজ বাসা আটক করে সোনারগাঁও থানা পুলিশ। আতাউর রহমান সোনারাগাঁও থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি। সোমবার যুবদল নেতাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সোনারগাঁও থানা যুবদল নেতারা দাবী করেছেন, সোনারগাঁও থানায় বিস্ফোরক ও পুলিশি কাজে বাধা দেওয়ার যে মামলা রয়েছে, সেই এজাহারে আতাউরের নাম নেই। তবু তাকে এ মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। তারা এ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবী জানান।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোনারগাঁয়ের কাঁচপুর মোড়ে থানা স্বেচ্ছাসেবক দলের মিছিলের সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরের দিন ১১ অক্টোবর সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশি কাজে বাধা দেওয়ার একটি মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামাসহ শত জনকে আসামী করা হয়।