আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ইঞ্জিনিয়ার খালেদ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এর আগে, সকালে ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রথমে র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর আকাশে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের সবাইকে হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে। শুধু পানি দিয়ে হাত ধুলে চলবে না, এতে হাতে ময়লা থেকে যায়। আমাদের সবাইকে সাবান দিয়ে হাত ধুতে হবে|