আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : মানবাধিকার অগ্রাধিকার এবং পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবি জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ বিশ্ব মানবাধিকার দিবসে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গতকাল রোববার বিকালে মানববন্ধন করেছে।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক এর ডাকে সহ-সভাপতি শামছুজ্জামান ভাসানীর সভাপতিত্বে এবং মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন এনজিও প্রধানগণ। প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি প্রদিপ কুমার, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক জব্বার চিশ্তী, আলোরতরী ফাউন্ডেশনের সভাপতি মিকাইল ইসলাম রাজ, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার লিটন, ইলেকট্রিশিয়ান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নাজির আহম্মেদ, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুলতান মাহ্মুদ, মাতৃছায়া আনজুমান সংস্থার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, সাবেক মহাসচিব সাউদ নূরে আল হাসান এবং প্রচার ও দপ্তর সচিব জান্নাতুল ফেরদৌস। বিশ^ মানবাধিকার দিবস পালনে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি সহ মানব কল্যাণ পরিষদের মোমেন ইসলাম, সাজিয়া আক্তার আখি, জিতু আক্তার, মনিকা, ফয়সাল আহম্মেদ সরকার সহ অন্যান্য সমাজকর্মীবৃন্দ।