২০১৪ সালে সবশেষ টাইগারদের রঙিন জার্সি গায়ে মাঠে নামা ৩৬ বছর বয়সী আব্দুর রাজ্জাক আসন্ন বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।
আগামী ৩০ মে পর্দা উঠতে যাওয়া ইংল্যান্ড আর ওয়েলস বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা না হলেও বর্ষীয়ান এই ক্রিকেটারকে বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি।
প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে বড় দায়িত্ব পেয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট পাওয়া রাজ্জাক। তাই বিশ্বকাপ চলাকালে লন্ডনেই থাকবেন তিনি। অংশ নেবেন বিভিন্ন প্রচারণামূলক কাজে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে একই দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।