আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশনন্দী ঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১ (সিপিএসসি, আদমজীনগর )। অভিযানে ৪.৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সবুজ (৩০) , মোঃ দুলাল মিয়া (৩৬)। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গত ৫ মার্চ বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার র‌্যাব গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ সবুজ ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন বিটখর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে এবং অপর আসামী মোঃ দুলাল মিয়া একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।