আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ২৭টি সোনার বারসহ বিমান যাত্রী আটক

বিমান যাত্রী

চট্টগ্রামে ২৭টি সোনার বারসহ বিমান যাত্রী আটক

বিমান যাত্রী

কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭টি সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর কাস্টমস। রোববার দুপুরে দুবাই থেকে আসা আলী আকবরের ব্যাগ থেকে প্রায় তিন কেজি ওজনের ২৭টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য দেড় কোটি টাকা।

বিমানবন্দরের কাস্টমস কমিশনার মোহাম্মদ আলমগীর গণমাধ্যমকে জানান, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী আলী আকবব বিমানবন্দর ত্যাগ করার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তার সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগে তল্লাশি চালিয়ে তিন কেজি ওজনের ২৭টি সোনার বার উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।