নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এখন আর দুই ভাগে বিভক্তিতে নেই। খন্ড খন্ড আওয়ামীলীগ হচ্ছে আরো টুকরো টুকরো। এক সময় নারায়ণগঞ্জ আওয়ামীলীগ উত্তর মেরু দক্ষিণ মেরুতে সীমাবদ্ধ ছিল। কিন্তু সেই মেরু বেড়ে গিয়ে এখন গ্রুপ উপগ্রুপে পরিনত হয়েছে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে এসব গ্রুপের উৎপত্তি হয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগে।
নেতাকর্মীরা বলছেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ মূলত এক সময় স্থানীয় প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমান ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলয়ে ছিল। এখন এই দুইজনের বাহিরেও আরো বেশকটি গ্রুপ তৈরি হয়েছে নারায়ণগঞ্জে। জেলার ৫টি আসনে এর মধ্যে প্রায় ২৫ জন নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছেন।
নারায়ণগঞ্জে একদিক শামীম ওসমান একটি বিশাল অংশের নিয়ন্ত্রক। জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটির নেতাদের অনেক নেতা তার সঙ্গে রাজনীতি করছেন। আবার জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটির অনেক নেতাও রয়েছেন আইভী অনুসারি হিসেবে। এর বাহিরেও তৈরি হয়েছে আরও দুই থেকে তিনটি গ্রুপ উপগ্রুপ।
এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল এখন একসাথেই রাজনীতি করছেন। তাদের সঙ্গে রয়েছে আবার তাদের অনুসারি বেশকজন। জেলা আওয়ামীলীগের কমিটির মধ্যেই আবার রয়েছে বেশকজন নেতা যারা একজোট হয়েছেন। যা গত ২৯ মে জেলা আওয়ামীলীগের ইফতার পার্টিতে স্পষ্ট হয়েছে।
অন্যদিকে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা আবার মহানগর আওয়ামীলীগের বেশকজন নেতাকে নিয়ে জোটবদ্ধ হয়ে কাজ করছেন। বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিুসর রহমান দিপু এখন একাই একটি গ্রুপ। যদিও এর আগে তাকে মেয়র আইভীর সঙ্গে বেশকবার দেখা গিয়েছিল।
রূপগঞ্জের এমপি গোলাম দস্তগীর গাজী ও মেয়র আইভী একই বলয়ে। ফতুল্লায় কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ রয়েছেন মেয়র আইভী বলয়ে। এদিকে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সঙ্গে কারো সঙ্গেই ঘনিষ্ঠতা বা দুরুত্ব শহরে না থাকলেও এমপি নজরুল ইসলাম বাবুর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে।
সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন রয়েছেন আইভী বলয়ে। সঙ্গে সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতও। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূইয়া ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু রয়েছেন শামীম ওসমানের বলয়ে। এক সময়ে শামীম ওসমানের বলয়ে থাকলেও এখন তিনি আনিসুর রহমান দিপুর সঙ্গেই সখ্যতা সৃষ্টি করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান কালাম।
আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুর সঙ্গে দূরত্ব থাকলেও এখন শামীম ওসমানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ এক সময় শামীম ওসমানের বলয়ে থাকলেও এখন তিনি নেই। সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন রয়েছেন মেয়র আইভীর দিকে।